কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার এক্সাম GK গুরুত্বপূর্ণ প্রশ্ন 2022
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল জন্য আপনি কি পরিস্থিতি নিচ্ছেন তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন জেনারেল নলেজ GK মোট 21 টি প্রশ্ন ও উত্তর তুলে ধরবো এই পেজ। আশা করি আপনারা এই 20 টি প্রশ্নের মধ্যে আপনার কমন পেয়ে যাবেন।
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার এক্সাম গুরুত্বপূর্ণ প্রশ্ন 2022 (2nd Sart)
1) গুপ্তাব্দ কে প্রচলন করেন ?
A প্রথম চন্দ্রগুপ্ত
B দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C সমুদ্রগুপ্ত
D শ্রীগুপ্ত
উত্তর = প্রথম চন্দ্রগুপ্ত
2) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
A লর্ড কর্নওয়ালিস
B লর্ড ডালহৌসি
C লর্ড ওয়েলেসলি
D লর্ড ওয়ারেনহেসিটং
উত্তর = লর্ড ডালহৌসি
3) ভারতীয় গন্ডারদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটির নাম কী ?
A কিন্নের সানি
B কাবাল
C জলদাপাড়া
D গরমপানি
উত্তর = জলদাপাড়া
4) কোন গভর্নর-জেনারেলের আমলে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি দন্ডবিধি রচিত হয় ?
A লর্ড কর্নওয়ালিস
B লর্ড ডালহৌসি
C লর্ড বেন্টিঙ্কের
D লর্ড ওয়ারেনহেসিটং
উত্তর = লর্ড বেন্টিঙ্কের
5) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
A লর্ড ক্যানিং
B লর্ড মাউন্টব্যাটন
C লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D চক্রবর্তী রাজাগোপাল আচারী
উত্তর = লর্ড ক্যানিং
6) বাংলার রূপকার কাকে বলা হয় ?
A ডক্টর বিধানচন্দ্র রায়
B আচার্য জগদীশচন্দ্র বসু
C ডক্টর বি আর আম্বেদকর
D মহাত্মা গান্ধী
উত্তর = ডক্টর বিধানচন্দ্র রায়
7) ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা কে ?
A লর্ড কর্নওয়ালিস
B লর্ড ডালহৌসি
C লর্ড ওয়েলেসলি
D লর্ড ওয়ারেনহেসিটং
উত্তর = লর্ড কর্নওয়ালিস
8) রাজা রামমোহন রায় কত সালে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান ?
A ১৮৩১ সালে
B ১৮৩৩ সালে
C ১৮৩৭ সালে
D ১৮৪৯ সালে
উত্তর = ১৮৩৩ সালে
9) কোনটি সবচেয়ে হালকা গ্যাস ?
A হাইড্রোজেন
B অক্সিজেন
C নাইট্রোজেন
D সালফার-ডাই-অক্সাইড
উত্তর = হাইড্রোজেন
** কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার এক্সাম 1st Paper Link = Click Here
10 ) মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা-?
A ৩১ জোড়া
B ৩১টি
C ১২জোড়া
D ১২টি
উত্তর = ১২জোড়া
11) গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো-?
A মিউকর
B ইস্ট
C ভলভক্স
D অ্যাগারিকাস
উত্তর = ভলভক্স
12) কালো সিসা কাকে বলা হয় ?
A কার্বন
B ভুসাকালি
C গ্রাফাইট
D কোক
উত্তর = গ্রাফাইট
13) আলোকবর্ষ কিসের একক ?
A সময়
B দূরত্ব
C আলোক তরঙ্গ দৈর্ঘ্য
D গ্রহের ভর
উত্তর = দূরত্ব
14) নীলগিরি কি ধরনের পর্বত ?
A ভঙ্গিল পর্বত
B ক্ষয়জাত পর্বত.
C স্তুপ পর্বত
D আগ্নেয় পর্বত
উত্তর = ক্ষয়জাত পর্বত.
15) দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় ?
A নর্মদা
B তাপ্তি
C গোদাবরী
D মহানদী
উত্তর = গোদাবরী
16) কে নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ ?
A রাসবিহারী বসু
B সুভাষচন্দ্র বসু
C মহাত্মা গান্ধী
D জওহরলাল নেহেরু
উত্তর = সুভাষচন্দ্র বসু
17) ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় ?
A ১৮৫৮ সালে
B ১৮৮৯ সালে
C ১৮৮০ সালে
D ১৮৮৫ সালে
উত্তর = ১৮৮৫ সালে
18) চারমিনার কোন রাজ্যে অবস্থিত ?
A মহারাষ্ট্র
B আসাম
C তেলেঙ্গানা
D ছত্রিশগড়
উত্তর = তেলেঙ্গানা
19) কে অনুশীলন সমিতি গঠিত করেছিলেন ?
A রাজা রামমোহন রায়
B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C রমেশচন্দ্র দত্ত
D সতীশ চন্দ্র বসু
উত্তর = সতীশ চন্দ্র বসু
20) ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে ?
A গ্রেট ব্রিটেনের অনুকরণে
B ফ্রান্সের অনুকরণে
C রাশিয়ার অনুকরণে
D কানাডার অনুকরণে
উত্তর = গ্রেট ব্রিটেনের অনুকরণে
👉👉👉 YouTube Channel Link = Click Here


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন