সুপ্রিম কোর্টে ২১০ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট ছেলেমেয়ে নিচ্ছে।
নিজস্ব সংবাদদাতা : সুপ্রিম কোর্ট 'জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট' পদে ২১০ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার চালনার কাজে জ্ঞান থাকতে হবে।
পদের নাম = জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট
বয়স হতে হবে = ১-৭-২০২২'এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলী, ও.বি.সি., প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে =: ৩৫,৪০০ টাকা। শুরুতে মাইনে মাসে প্রায় ৬৩,০৬৮ টাকা।
মোট শূন্যপদ : ২১০টি।
নিয়োগ করানো হবে = প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
লিখিত পরীক্ষায় = ১২৫টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে।
এইসব বিষয়ে পরীক্ষা হবে =: (১) জেনারেল ইংলিশ - ৫০ নম্বরের, (২) জেনারেল অ্যাপ্টিটিউড – ২৫ নম্বরের, (৩) জেনারেল নলেজ - ২৫ নম্বরের, (s) কম্পিউটার নলেজ টেস্ট-২৫ নম্বরের।
পরীক্ষার সময় থাকবে = ২ ঘন্টা।
নেগেটিভ মার্কিং থাকবে = ৪টি প্রশ্নের ভুল উত্তর দিলে ১ নম্বর কাটা হবে।
কম্পিউটার টাইপিং = প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতিতে ১০ মিনিটের কম্পিউটার টাইপিং টেস্ট। সফল হলে ইংরিজি বিষয়ের ওপর ডেসক্রিপ্টিভ টাইপের টেস্ট হবে। এই টেস্টে কমপ্রিহেনশন প্যাসেজ, প্রেসি লেখা ও প্রবন্ধ লিখতে হবে। সময় থাকবে ২ ঘন্টা। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। অবজেক্টিভ টাইপের পার্টের পরীক্ষা ও কম্পিউটার টেস্ট একই দিনে হবে। প্রতিটি পার্টে কোয়ালিফাই নম্বর পেলে একপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর মেধা তালিকা তৈরি হবে।
আবেদন করতে হবে = অনলাইনে।
আবেদন করার লাশডেট = ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
ওয়েবসাইটে = www.sci.gov.in
আবেদন ফী = বাবদ ৫০০ (তপশিলী,প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে২৫০) টাকা অনলাইনে জমা দেবেন।
Apply - Click Here
Official Notice = Click Here


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন