কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার এক্সাম GK গুরুত্বপূর্ণ প্রশ্ন 2022





কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল জন্য আপনি কি পরিস্থিতি নিচ্ছেন তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন জেনারেল নলেজ GK মোট  21 টি প্রশ্ন ও উত্তর তুলে ধরবো এই পেজ। আশা করি আপনারা এই 20 টি প্রশ্নের মধ্যে আপনার কমন পেয়ে যাবেন। 


1) ভারতীয় রাজ্য গুলির মধ্যে কোনটি বায়ু শক্তির প্রধান দেশ হলো। 

A. রাজস্থান 

B. মহারাষ্ট্র 

C. গুজরাট 

D. তামিলনাড়ু

উত্তর = তামিলনাড়ু


2) পার্লামেন্ট বাজেট পাসের সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন কে। 

A. অর্থমন্ত্রী 

B. অধ্যক্ষ 

C. প্রধানমন্ত্রী

 D. প্রেসিডেন্ট

উত্তর = অর্থমন্ত্রী 


3) ভুটানের সঙ্গে সীমারেখা নেই এমন কোন রাজ্য নাম। 

A. সিকিম 

B. মেঘালয় 

C. তামিলনাড়ু 

D. পশ্চিমবঙ্গ 

উত্তর = মেঘালয় 


4) ভাসনের সূত্র দিয়েছিলেন কোন বিজ্ঞানী। 

A. আর্কিমিডিস 

B. গ্যালিলিও 

C. আইসোটোন

 D. কোপার্নিকাস

উত্তর = আর্কিমিডিস 


5) খাজ্জিয়ার হ্রদ কোথায় অবস্থিত। 

A. তামিলনাড়ু 

B. জম্বু ও কাশ্মীর

C. হিমাচল প্রদেশ

 D. উত্তরখন্ড

উত্তর =  হিমাচল প্রদেশ


6) কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন। প্রশান্তচন্দ্র মহালানবীশ।

A. দাদাভাই নওরোজি

 B. সরদার 

C. বল্লভ ভাই প্যাটেল

D. রমেশচন্দ্র দত্ত 

উত্তর = সরদার 


7) যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করেছিল। 

A. লোকপাল 

B. অর্থ কমিশন

C. নীতি নিয়োগ 

D. লোক যুক্ত 

উত্তর =  নীতি নিয়োগ

8) কেন ভারতীয় শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন। 

A. বরোদা 

B. হায়দ্রাবাদ 

C. গোয়ালিয়ার

D. অযোধ্যার নবাব 

উত্তর = হায়দ্রাবাদ 


9) কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপ ব্যবস্থা করেছেন। 

A. আলাউদ্দিন খলজী 

B. সিকেন্দার লদি 

C. শরশাহ

 D. আকবর 

উত্তর = আলাউদ্দিন খলজী


10) কোথায় নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় পতাকা উড়িয়েছিলেন। 

A. ইন্ফল 

B. পোট বেয়ার 

C. কোহিমা

D. দিল্লি 

উত্তর = পোট বেয়ার 


11) নিম্নলিখিত এরমধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। 

A. এ ভি আলেকজান্ডার 

B. ওয়াভেল 

C. পেথিক লরন্স

D. স্ট‍্যাফোর্ড ত্রিপস 

উত্তর = ওয়াভেল 


12) কোন পত্রিকাটি বৈপ্লবিক কার্যকলাপের সাথে জড়িত নয়। 

A. ইয়ং ইন্ডিয়া 

B. যুগান্তর

C.  সন্ধ্যা 

D. গদর

উত্তর = ইয়ং ইন্ডিয়া 


13) কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্বে  করেন। 

A. করাচি 

B. লাহোর

C. কাকিনাড়া

D. বেলগাঁও

উত্তর = বেলগাঁও


14) সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হল একপ্রকার। 

A. অনুকূল আলোকবর্তী

B.  অনুকূল অভিকর্ষবতী

C. প্রতিকূল অভিকর্ষবতী

D. তির্যক অভিকর্ষবতী

উত্তর = প্রতিকূল অভিকর্ষবতী


15) কার্য করার সামর্থ্য কে বলা হয়। 

A. শক্তি 

B. বল

C. দূবল 

D. সরণ 

উত্তর = শক্তি


16) ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে। 

A. 336

B. 339

C. 341

D. 343

উত্তর = 341


17) তরুণের স্বপ্ন প্রকল্পেটিতে পশ্চিমবঙ্গের সরকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রদান করা হয়। 

A. মোবাইল

 B. সাইকেল 

C. বই খাতা

D.  ট‍্যাব 

উত্তর = ট‍্যাব


18) ইউনিসেফ এর সাথে কোন সামাজিক মাধ্যমটি শিশুদের ডিজিটাল জগতকে সুরক্ষিত করার জন্য যুক্ত হয়েছেন।

 A. ফেসবুক 

B. গুগোল

 C. ইনস্টাগ্রাম

 D. টুইটার

উত্তর = ফেসবুক 


19) 2020 শালা টোকিও অলিম্পিকে সবথেকে বেশি সোনা জিতেছেন কোন দেশ।

A. আমেরিকা 

B. রাশিয়া

C. চীন

 D. জাপান

উত্তর = আমেরিকা 


20) ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত। 

A. বার্ন

B. দ‍্য হেগ 

C. জেনেভা

D. লন্ডন 

উত্তর = লন্ডন 


21) টোকিও অলিম্পিকে সবথেকে বেশি সোনা কত সালে জিতেছেন। 

A. 2021

B. 2019

B. 2017

C. 2020

উত্তর = 2020




                        YouTube Channel =  Link