কলকাতা পুলিশ কনষ্টবল ও লেডি কনস্টেবল সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব।
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার্থীরা আপনারা সিলেবাস নিয়ে বিস্তারিত জানাবো। এখানে পরীক্ষার সিলেবাস কিভাবে হবে এবং নম্বর কিভাবে আপনারা পেয়ে যাবেন । কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল জয়েন কিভাবে করানো হবে, কি কি সিলেবাস রয়েছে , এইসব প্রশ্ন নিয়ে আমরা আজকে জেনে নেব।
পদের নাম রয়েছে = কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল 2022।
যোগ্যতা রয়েছে এখানে = মাধ্যমিক পাশে।
মোট শূন্যপদ রয়েছে = এখানে 1666 টি।
আবেদন করার লাস্ট ডেট = রয়েছে এখানে= 27/06/2022
আবেদন করতে হবে = অনলাইনের মাধ্যমে।
আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা কিভাবে আবেদন করবেন তো আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারবেন। Link - Click Here Video
কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল মোট চারটি ধাপে নিয়োগ করানো হবে।
1) প্রিলিমিনারি পরীক্ষা মোট 100 নম্বরের হবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 100 নম্বরের পরীক্ষা হবে।
2) ফিজিক্যাল পরীক্ষা নেয়া হয়। দুটি থাকে নেওয়া হবে। কনস্টেবল পদের ক্ষেত্রে 6মিনিটে 30 সেকেন্ডে মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে।
3)লেডি কনস্টেবল ক্ষেত্রে 4 মিনিট 30 সেকেন্ডে মধ্যে 800 মিটার দৌড়াতে হবে।
Finail -- মেন এক্সাম অর্থাৎ পরীক্ষা 85 নম্বরের নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের যেসব প্রার্থীরা PMT এবং PET পাস করতে কেবল সেই সব পদে প্রার্থীরা এইসব পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার সময় সীমা থাকবে 1 ঘন্টা নেগেটিভ থাকবে 1/4 প্রশ্নপত্র থাকবে।
ইন্টারভিউ নিয়োগ করা হবে 15 নম্বরের।
কলকাতা পুলিশ কনস্টেবলের ও লেডি কনস্টেবলের এক্সাম প্রশ্ন আসবে।
সাবজেক্ট হলো = জেনারেল নলেজ 40 নম্বরের প্রশ্নপত্র থাকবে,
গণিত অর্থাৎ অংক 30 নম্বরে প্রশ্নপত্র থাকবে,
রিজিনিং 30 নম্বরের প্রশ্ন থাকবে,
এইসব বিষয় নিয়ে পরীক্ষা প্রশ্নপত্র আসবে। সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে।
কনস্টেবল পদের উচ্চতা ও ওজন থাকতে হবে মিনিমাম।
উচ্চতা হতে হবে = 167 সেমি ,
ওজন হতে হবে 57 কেজি ,
ছাতি থাকবে 78 সেমি, 5 পর্যন্ত ক্ষমতা থাকতে হবে।
লেডি কনস্টেবল পদের উচ্চতা ওজন থাকতে হবে মিনিমাম।
উচ্চতা থাকতে হবে 160 সেমি,
ওজন হতে হবে 49 কেজি।
কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ফাইনাল পরীক্ষা হবে সাবজেক্ট হল।
জেনারেল নলেজ = 25 নম্বরের পরীক্ষা
ইংরেজি = 10 নম্বরের পরীক্ষা
গণিত/ অংক = 50 নম্বরের পরীক্ষা
রিজিনিং এবং লজিক্যেল = 25 নম্বরের পরীক্ষা নেয়া হবে।
এইসব বিষয় নিয়ে কলকাতা পুলিশ কনস্টেবল জিডি কনস্টেবল সিলেবাস নিয়ে পরীক্ষা ইন্তেরভিউ নিয়োগ করানো হবে।
YouTube Channel Link -- Click Koro
Official Notice = Download


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন