রাজ্যে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
রাজ্য সস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই । পশ্চিমবঙ্গের জে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে। পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। স্বাস্থ্য দপ্তরে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন কিভাবে করবেন শূন্যপদ কতটি রয়েছে বিস্তারিত জানাবো এই পেজে।
স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
পদের নাম = ওয়ার্ডেন ( গ্রুপ ডি )
মোট শূন্যপদ রয়েছে = 165 টি ( মহিলা দের 159 টি পুরুষদের 6 টি )
শিক্ষাগত যোগ্যতা লাগবে = মাধ্যমিক পাস যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন ।
বয়স হতে হবে = 18 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়স ধরানো হবে 1 জানুয়ারি থেকে 2022, ও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
মূল বেতন দেওয়া হবে = 5400 থেকে 25 হাজার 200 টাকা পর্যন্ত সঙ্গে থাকবে গেট পে 2600 টাকা।
আবেদন কিভাবে করবেন = আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদন ফি লাগবে = 160 টাকা যারা SC/ST প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
কিভাবে নিয়োগ করানো হবে = রাজ্য স্বাস্থ্য দপ্তরে ওয়ার্ডেন পদে আবেদনকারীরা নিয়োগ করানো হবে ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন করার শেষ তারিখ = 17 ই জুন থেকে 30 শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরো বিশদ বিবরণ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পেজ টি ফলো করে রাখবেন l 👉 Clek Here


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন