রাজ্য জেলায় আদালতে গ্রুপ-ডি কর্মী নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 




চাকরি প্রার্থীদের জন্য বড় একটা সুখবর রাজ্যজুড়ে জেলা আদালতের গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন। আমরা জেনে নিতে  এখানে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স, কিভাবে নিয়োগ করানো হবে, পদ নাম কি, এক নজরে বিস্তারিত জেনে নেব। 


পদের নাম = সুইপার 


বয়স হতে হবে = 18 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন।


মোট শূন্যপদ রয়েছে =  তিন টি। 


শিক্ষাগত যোগ্যতা লাগবে =  অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। 


                     কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল =  Link


বেতন পেয়ে যাবেন =  4 হাজার 900 টাকা থাকে 16 হাজার 200 টাকা পর্যন্ত। 


আবেদন কিভাবে করবেন = আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে।  আবেদন করার সময় অবশ্যই ইমেইল আইডি ও সঙ্গে মোবাইল নাম্বার থাকতে হবে। 


আবেদন করার ফ্রি  লাগবে =  SC ST প্রার্থীদের 150 টাকা ও OBC General ক্ষেত্রে 300 টাকা লাগবে। 


আবেদন করার শেষ তারিখ =  6 জুলাই 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন। 


নিয়োগ কিভাবে হবেন =  ইন্টারভিউ এবং বাংলাতে লিখতে ও পড়তে দক্ষতা উপর ভিত্তিতে প্রার্থীদের উপর  নির্বাচন করানো হবে।


নিয়োগ স্থান হল = হুগলি জেলা আদালতে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। 


Officeil Noticess --  Download

Apply Link -  Click Here

YouTube Channel Link  = Click Here