পশ্চিমবঙ্গের রাজ্যের ট্রেনিং করিয়ে সিভিক ভলেন্টিয়ার কর্মী নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল ইতিমধ্যেই। 



পশ্চিমবঙ্গের রাজ্যের আপদা মিত্র প্রকল্পের ট্রেনিং করিয়ে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ। সপ্তম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন কিভাবে নিয়োগ করানো হবে কোথায় নিয়োগ স্থান,কত টাকা বেতন হবে কতটি শূন্য পদ রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জেনে নেব। 


পদের নাম = আপদা মিত্র ভলেন্টিয়র।

শিক্ষাগত যোগ্যতা লাগবে = সপ্তম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন। 

বয়স হতে হবে = 18 থেকে 40 বছরের মধ্যে। 

আবেদন পদ্ধতি হলো = অফলাইনে আবেদন করতে হবে। 


কী কী ডকুমেন্টস লাগবে ?


1. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র

2. মেডিকেল সার্টিফিকেট

3. স্টেট প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট

4. এলাকার বাসিন্দা হিসাবে সংবাদপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। 


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

জেলাশাসক ও নিয়ন্ত্রণ অসামরিক প্রতিরক্ষা দপ্তর ঝাড়গ্রাম এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। 

আবেদন করার শেষ তারিখ = 17 জুন থেকে 08 জুলাই 2022 পর্যন্ত।


নিয়োগ করানো হবে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি। 


Official Notice = Click Here

Download Form = Click Here

YouTube Channel Link = Click Here