পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।
রাজ্য বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ট্রেডে অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ করছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন। কোন কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন কিভাবে করবেন কত টাকা বেতন রয়েছে ইন্টারভিউ কিভাবে হবে আরো অন্যান্য তথ্য জেনে নেব এই পেজে।
রাজ্য বিদ্যুৎ দপ্তরে কর্মী নিযোগ।
পদের নাম = মেকানিক্যাল।
মোট শূন্যপদ রয়েছে = 12 টি।
পদের নাম = ইলেকক্ট্রিক্যাল।
মোট শূন্যপদ রয়েছে = 10 টি।
পদের নাম = ইলেকট্রিক/ইন্সট্রুমেন্টেশন।
মোট শূন্যপদ রয়েছে = 5 টি
পদের নাম = মাইনিং।
মহাশূন্য পদ রয়েছে = 3টি
শিক্ষাগত যোগ্যতা লাগবে = মেকানিক্যাল/ ইলেকট্রিক/ ইঞ্জিনিয়ারিং / ইন্সট্রুমেন্টেশন/ মাইনিং এর চার বছরের স্নাতক কোর্স করে থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন = আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
নিয়োগ করানো হবে = ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
বয়স হতে হবে = 18 থেকে 25 বছরের মধ্যে।
বেতন পেয়ে যাবেন প্রতিমাসে = 9000 টাকা করে।
Official Notice = Click Here
Apply Link = Click Here
YouTube Channel = Click Here


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন