‘অগ্নিপথ' স্কিমে ৩ বাহিনীতে ৪৬ হাজার ‘অগ্নিবীর' নিয়োগ।




স্থলবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনায় এবার: অস্থায়ী ভিত্তিতে ৪ বছরের জন্য নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই স্কিমের নাম 'অগ্নিপথ'। যাঁরা এই স্কিমে কাজ করবেন, তাঁদের 'অগ্নিবীর' বলা হবে। কেন্দ্রীয় সরকার ৬ বাহিনীর প্রধানকে নিয়ে এই স্কিমের সূচনা করেছে ১৪ জুন। ১৯ জুন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এক সাংবাদিক সম্মেলনে জানান, এবার থেকে এই ৩ বাহিনীতে 'অগ্নিপথ'স্কিমেই নিয়োগ হবে। এবছরই ৪৬,০০০ অগ্নিবীর নিয়োগ হবে। এছাড়াও প্রতি বছরই কয়েক হাজার নিয়োগ হবে। মাধ্যমিক বা, উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ৩ বাহিনীর বিভিন্ন পদের জন্যই দরখাস্ত করতে পারবেন। স্থলবাহিনীর বেলায় বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। 


অগ্নিপথ প্রকল্প কি ?

ভারতের বেকারদের সেনাতে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে এই প্রকল্পে, যাদের নিয়োগ করা হবে তাদের বলা হবে অগ্নিবীর । ৪ বছরের চুক্তিতে সেনাতে নিয়োগ করানো হবে । ৪ বছর কাজের পর রিটায়ার্ড করে দেওয়া হবে ৭৫% অগ্নিবীর দের, এবং বাকি ২৫% কে স্থায়ীভাবে ভারতীয় সেনাতে চাকরি দেওয়া হবে ।


আর্থিক প্যাকেজ।

১ম বছর মাসে ৩০,০০০ টাকা (হাতে পাবেন ২১,০০০ টাকা) , ২য় বছর মাসে ৩৩,০০০ টাকা  (হাতে পাবেন ২৩,১০০ টাকা) , ৩য় বছর মাসে ৩৬,৫০০ টাকা (হাতে পাবেন ২৫,৫৫০ টাকা) , ৪র্থ বছর মাসে ৪০,০০০ টাকা (হাতে পাবেন ২৮,০০০ টাকা) 


৪ বছর পর কোথায় কী সুবিধা


৪ বছর পর অগ্নিবীর'দের জন্য এই সব সরকারি দফতরে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ থাকবে : (ক) কোস্ট গার্ড ও প্রতিরক্ষার বিভিন্ন দফতরে ১০% সংরক্ষণ থাকবে। 


স্থলবাহিনীতে 


স্থলবাহিনীতে অগ্নিবীর (জেনারল  ডিউটি), অগ্নিবীর (টেকনিক্যাল), অগ্নিবীর (টেকনিক্যাল) (অ্যাভিয়েশন অ্যান্ড অ্যামিউনিশন), অগ্নিবীর ক্লার্ক / স্টোরকীপার (টেকনিক্যাল), অগ্নিবীর (ট্রেডসম্যান) পদের জন্য জুলাই থেকে অনলাইনে নাম


বায়ুসেনাতে


বায়ুসেনার ক্ষেত্রে নাম রেজিস্টেশন চলবে ২৪ জুন থেকে। প্রথম পর্যায়ের জন্য অনলাইন পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই। প্রথম ব্যাচের ট্রেনিং শুরু ৩০ ডিসেম্বর থেকে। মাধ্যমিক বা, উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।অগ্নিবীর নিয়োগের বিষয়ে বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।


নৌবাহিনীতে


: নৌবাহিনীর বেলায় ২৫ জুনের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে। প্রথম ব্যাচের ট্রেনিং শুরু ২১ নভেম্বর থেকে। বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। শিগগিরই বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে।


সিলেকশন  

  1. ফিজিক্যাল ফিটনেস টেস্ট,
  2. ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট,
  3. মেডিক্যাল এক্সাম,
  4. লিখিত পরিক্ষা(কমন এন্ট্রাস এক্সাম) ।


আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে ?

  1. Education Certificates,
  2. Domicile Certificate
  3. Caste Certificate
  4. Religion Certificate
  5. School Character Certificate
  6. Character Certificate
  7. Unmarried Certificate
  8. Relationship Certificate
  9. NCC Certificate
  10. Sports Certificate   

আরো বিস্তারিত জানুন = Click Here



Officel Noticess = Download 

Apply Online = Click Here