অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে প্রায় 45 হাজার থেকে 50 হাজার কর্মী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই।
কেন্দ্রীয় সরকার থেকে নতুন প্রকল্পের মাধ্যমে প্রতিবছর প্রায় 45 হাজার থেকে 50 হাজার শূন্যপদ নিয়োগ হতে চলেছে। 14 জুন মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজথান সিংহ নতুন প্রকল্পের নিয়োগের কথা ঘোষণা করলেন। প্রকল্পের টির নাম অগ্নিপথ এখানে প্রতি বছর প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়ে যাবেন। এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে ও যোগ্যতা কি কি লাগবে , বয়স কত হবে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নাও।
প্রকল্পটির নাম হল অগ্নিপথ
** আবেদন করার জন্য বয়স কত হতে হবে
17 থেকে 21 বছরের মধ্যে এই চাকরীর সুযোগ পেয়ে যাবেন আবেদন করতে পারবেন । ছেলে ও মেয়েও এখানে আবেদন করতে পারবেন । নির্বাচিত প্রার্থীদের প্রথমে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে তারপর শেষে প্রতিক্ষণ এর শেষে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে 4 বছরের জন্য সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবেন বা পেয়ে যাবেন। এই প্রকল্পটির মেয়াদ শেষ হবে চার বছরের।
অগ্নিপথ প্রকল্পটিতে প্রতি মাসে বেতন পাবেন।
অগ্নিপথ প্রকল্পটিতে প্রথম প্রতি মাসে 30 হাজার টাকা করে পাবেন। দ্বিতীয় বছরে পেয়ে যাবেন প্রতি মাসে 33 হাজার টাকা করে । তৃতীয় বছরে পেয়ে যাবেন প্রতিমাসে 36 হাজার টাকা করে । চতুর্থ বছরে প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 40 হাজার টাকা করে। তবে বেতন থেকে 30% অর্থ সরকারি অনুদান যাবে অগ্নি বীর ফন্টে যা সুদে-আসলে চাকরি শেষে পেয়ে যাবেন 11 লক্ষ 71000 টাকা পাবেন । এছাড়াও অগ্নিপথ প্রকল্প টি নিযুক্তদের দেওয়া যাবে 48 লক্ষ টাকা বীমা চার বছরের।
অগ্নিপথ প্রকল্পটিতে শিক্ষাগত যোগ্যতা
সেনাবাহিনী পুরনো নিয়ম অনুযায়ী অগ্নিপথ প্রকল্পটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন ।
অগ্নিপথ প্রকল্পটিতে এখনো কোন অফিশিয়াল আপডেট আছে নি অফিশিয়াল আপডেট বা নোটিফিকেশন দিলে আমরা অবশ্যই সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো । এটি ঘোষণা করেছিলেন অগ্নিপথ প্রকল্প টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পে অতি শীঘ্রই চালু হতে চলেছে।
Youtube Channel Link == Click Here


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন