ভারতীয় রেলের ট্রেনিং করে চাকরির সুযোগ। যোগ্যতা মাধ্যমিক পাশে করা থাকলেই আবেদন করতে পারবেন।
উত্তর মধ্য রেলওয়ে দপ্তরে বিভিন্ন ট্রেড এপিস্টো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কোন কোন পদে বা ট্রেনে এপেস্টার্ড নিয়ে যোগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে , আবেদন কিভাবে করবেন, শূন্য পদ কতটি রয়েছে , বয়স কত লাগবে , বিস্তারিত জেনে নেব এ পেজে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে পুলিশ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ করানো হবে সেগুলি হল =
ফিটার, ওয়েল্ডার, আর্মেচার, উইন্ডার, ম্যাশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার (জেনারেল), মেকানিক (DSL), ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্স, ওয়ারম্যান, স্টেনোগ্রাফার (হিন্দি), স্টেনোগ্রাফার (ইংরেজি), Plumber, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজানার, MMTM, ক্রেন, ড্রাফটসম্যান (সিভিল) পদে নিয়োগ করানো হবে ।
ডিভিশন অনুযায়ী মোট শূন্যপদে রয়েছে =
1) প্রয়াগরাজ ডিভিশনে শূন্যপদ- ৭০৩ টি,
2) ঝাঁসি ডিভিশনে শূন্যপদ - ৬২০ টি, ও
3) আগ্রা ডিভিশনে শূন্যপদ - ২৯৬ টি
শিক্ষাগত যোগ্যতা = এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস তার সঙ্গে থাকতে হবে ITI পাস করে থাকতে হবে।
বয়স হতে হবে = 15 থেকে 24 বছরের মধ্যে । বয়স ধরানো হবে 01-08-2022 তারিখ থেকে । সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন যেমন SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদন কিভাবে করবেন = কেবলমাত্র আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আবেদন করার লিংক WWW.RRCPRYI.ORG আবেদন করতে পারবেন।
বেতন = 18000 থাকে 56900 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন ।
আবেদন ফি লাগবে = কেবলমাত্র আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে ১০০ টাকা ফি লাগবে । এছাড়াও SC/ST/PWD এবং মহিলাদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
কিভাবে নিয়োগ করানো হবে = কেবলমাত্র বয়স মাধ্যমিকের নম্বর , ITI নম্বর এবং প্রতিক্ষণের উপর ভিত্তিতে করে প্রার্থী নিয়োগ করা হবে এবং বাছাই করানো হবে।
আবেদন করার লাস্ট ডেট = 01-08-2022
Official Notice = Download Now
Apply Link = Click Here
এছাড়ো আরো বিশেষ বিবরণ জানতে হলে আমাদের YouTube চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাই রাখবেন এবং যেকোনো চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।



0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন