STAFF SELECTION COMMISSION মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ইতিমধ্যেই।
Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2022
স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা প্রার্থীরা । আবদার পদ্ধতির , শিকাগত যোগ্যতা , বিস্তারিত জেনে নেব ।
পদের নাম = জুনিয়র ট্রান্সলেটর/ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর।
শিক্ষাগত যোগ্যতা = যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সহ হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি করা থাকতে হবে।
বেতন = ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা।
পদের নাম = সিনিয়র হিন্দি ট্রান্সলেটর।
শিক্ষাগত যোগ্যতা = যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সহ হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি করা থাকতে হবে। ও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন = ৪৪,৯০০/- টাকা থেকে ১,৪২,৪০০/- টাকা।
বয়স হতে হবে = ১৮ থেকে ৩০ বছরের মধ্যে । এছাড়ো সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি = আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ।
আবেদন করার শেষ তারিখ = 4 ই আগস্ট ২০২২ ।
আবেদন ফ্রি = 100 টাকা এছাড়াও SC/ST/PWD ও মেয়েদের ক্ষেত্রে এখানে টাকা পয়সা লাগবে না । টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে মাধ্যমে।
পরীক্ষা নেওয়া হবে = কলকাতা, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক, ভূবনেশ্বর ও রাঁচি এসব কেন্দ্র গুলিতে পরীক্ষা নেওয়া হবে।
এছাড়ো আরো বিশেষ বিবরণ জানতে হলে আমাদের YouTube চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাই রাখবেন এবং যেকোনো চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।
Official Notification = Click Here
Apply Now = Click Here




0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন