পশ্চিমবঙ্গের রাজ্যের আবারো ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও এইট পাশের আবেদন করতে পারবেন।
আপনারা যদি এখনো আমাদের YouTube চ্যানেলটি Subscribe করেননি তাহলে Subscribe করে রাখবেন।
--------------------------------------------------------------------------------------------------------------
পদের নাম = কর্ম বন্ধু ।
মোট শূন্যপদ = 4 টি ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = এই পদে আবেদন করতে গেলে কোন শিকাগত যোগ্যতা লাগবে না এবং আপনারা নামসই করতে পারলেই আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে = ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন পেয়ে যাবেন = প্রতি মাসে বেতন পাবেন তিন হাজার টাকা করে।
----------------------------------------------------------------------------------------------------
পদের নাম = ব্রাঞ্চ ক্লার্ক ।
মোট শূন্যপদ = একটি ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = উচ্চ মাধ্যমিক পাশ পড়ে থাকলেই আবেদন করতে পারবেন ।
বয়স হতে হবে = 21 থেকে 40 বছরের মধ্যে ।
বেতন পেয়ে যাবেন = প্রতি মাসে ১৪ হাজার ৭০০ টাকা।
-------------------------------------------------------------------------------------------------------
পদের নাম = লোয়ার ডিভিশন ক্লার্ক LDC ।
মোট শূন্যপদ = একটি ।
বয়স হতে হবে = ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = মাধ্যমিক পাস ।
বেতন পেয়ে যাবেন = প্রতি মাসে বেতন পেয়ে যাবেন 11800 টাকা।
-------------------------------------------------------------------------------------------------------
পদের নাম = Orderly অর্ডারলি ।
মোট শূন্যপদ = একটি ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে = ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন পেয়ে যাবেন = ৭০০০ টাকা পর্যন্ত।
---------------------------------------------------------------------------------------------------------
পদের নাম = নাইট গার্ড ।
মোট শূন্যপদ = একটি ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে = ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন পেয়ে যাবেন = প্রতি মাসে ৭০০০ টাকা।
----------------------------------------------------------------------------------------------------------
পদের নাম = ক্লার্ক কাম কম্পিউটার ।
মোট শূন্যপদ = একটি ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = মাধ্যমিক পাস এবং কম্পিউটার দক্ষতা দু বছরের সার্টিফিকেট থাকতে হবে এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে = ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন পেয়ে যাবেন = প্রতি মাসে বারো হাজার টাকা করে।
-----------------------------------------------------------------------------------------------------------
পদের নাম = আয়া ।
মোট শূন্যপদ = তিনটি ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = মাধ্যমিক পাস ।
বয়স হতে হবে = ২১ থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন পেয়ে যাবেন = প্রতি মাসে ১২০০০ টাকা।
--------------------------------------------------------------------------------------------------------------
পদের নাম = স্টার কিপার কাম একাউন্টের ।
মোট শূন্যপদ = দুইটি ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = যে কোন শাখায় গ্রিজেশন পাস করা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ তিন বছরের অভিজ্ঞতা ।
বয়স হতে হবে = ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন পেয়ে যাবেন = প্রতি মাসে ১৫৪০০ টাকা পর্যন্ত।
-----------------------------------------------------------------------------------------------------------
পদের নাম = হাউস মাদার মোট ।
মোট শূন্যপদ = দুইটি ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন এবং
বয়স হতে হবে = ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
বেতন পেয়ে যাবেন = 12100 টাকা।
------------------------------------------------------------------------------------------------------------
আবেদন পদ্ধতি = যেসব পদগুলো বললাম উপরের সেসব পদ আবেদন করতে চাইলে আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদন করার শেষ তারিখ = ২৫ জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোথায় নিয়োগ করা হবে = নিয়োগ করা হবে হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে নিয়োগ করা হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
এছাড়াও যারা রাজ্য কেন্দ্রীয় সরকারের পদে আবেদন করেছেন কিরকম প্রশ্ন আসবে মক টেস্ট দেওয়া রয়েছে এখানে চাইলে আপনারা পরীক্ষার জন্য পরিস্থিতি নিতে পারেন। Click Here
এছাড়ো আরো বিশেষ বিবরণ জানতে হলে আমাদের YouTube চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাই রাখবেন এবং যেকোনো চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।
Official Notification =
1. Click Here
2. Click Here
3. Click Here
4. Click Here
5. Click Here
Apply Now = Click Here


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন