স্টার সিলেকশন কমিশনের মাধ্যমে  Head Constable পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।





স্টার সিলেকশন কমিশনের মাধ্যমে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গর যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা  আবেদন করতে পারবেন। হেড কনস্টেরল পদে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে ? কতটি শূন্য পদ রয়েছে , শিক্ষাগত যোগ্যতা কি লাগবে , কিভাবে আবেদন করবেন , আবেদন করার লাস্ট ডেট , এ পেজে সম্পূর্ণ প্রসেস বলবো। আপনারা যদি এখনো আমাদের পেজ টি ফলো করেনি তাহলে ফলো করে রাখবেন ও আমাদের YouTube  চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 


স্টার সিলেকশন কমিশনের মাধ্যমে হেড কনস্টেবল 


দের নাম = হেড কনস্টেবল


মোট শূন্যপদ রয়েছে =  857 টি । ছেলেদের ক্ষেত্রে রয়েছে - ৫৭৩ টি ও মেয়েদের ক্ষেত্রে রয়েছে - ২৮৪ টি শূন্যপদ 


শিক্ষাগত যোগ্যতা লাগবে = যেকোনো শিক্ষিত বোর্ড থেকে বিজ্ঞান ও অংক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন। এবং 15 মিনিটে 1000 টি ইংরেজি শব্দ পেশ করার দক্ষতা থাকতে হবে ও কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। 


বয়স হতে হবে = 18 থেকে 27 বছরের মধ্যে । প্রার্থীর জন্ম তারিখ হবে 02-07-1995 থেকে 01-07-2004  তারিখের মধ্যে হতে হবে। এবং সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন SC/STক্ষেত্রে 5 বছর , OBC ক্ষেত্রে 3 বছর পেয়ে যাবেন। 


বেতন =  প্রতিমাসে পেয়ে যাবেন  25,500 থেকে  81,100 টাকা পর্যন্ত। 


আবেদন কিভাবে করবেন = আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে  আবেদন করতে গেলে অবশ্যই ইমেইল আইডি ও মোবাইল নাম্বার বাধ্যতামূলক থাকতে হবে। 


আবেদন ফি = আবেদন ফি লাগবে Generail ক্ষেত্রে 100 টাকা এবং SC/ST  প্রার্থীদের ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগবে না। 


আবেদন =  আবেদন  করার শেষ তারিখ ২৯ ৭ ২০২২। 


আরো বিশেষ বিবরণ জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন। 

Official Notice = Click Here 

Apply Link = Click Here


How To Apply Data Entry Operators (DEO) Online Apply

Apply Link = Click Here

 এছাড়ো আরো বিশেষ বিবরণ জানতে হলে আমাদের YouTube চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাই রাখবেন এবং যেকোনো চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।