পশ্চিমবঙ্গ রাজ্যের আবারো আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের চাকরি করার জন্য গুরুত্বপূর্ণ খবর । রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে আসা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কিভাবে আবেদন করবেন , কতটি শূন্য পদ রয়েছে , বেতন কত টাকা , বয়স কত লাগবে , কিভাবে আবেদন করবেন , আবেদন করার লাস্ট ডেট , এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই পেজে।
পদের নাম = আশা কর্মী ।
শিক্ষাগত যোগ্যতা লাগবে = অন্তত মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন ।
মোট শূন্যপদ রয়েছে = ৬৯ টি ।
বয়স হতে হবে = ৩০ থেকে ৪০ বছরের । SC-ST মধ্যে ২২ থেকে ৪০ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি = আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে বাধ্যতামূলক ।
নিয়োগ পদ্ধতি = আবেদনকারের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বর ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করানো হবে ।
ডকুমেন্টস কি কি লাগবে ।
বয়সের প্রমাণ পত্র , এলাকার স্থায়ী বাসিন্দা প্রণাম পত্র , শিকাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট SC-ST-OBC সার্টিফিকেট , দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো , বিভা বিগতের ক্ষেত্রে মেরেজ সার্টিফিকেট , বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট ।
আবেদন করার শেষ তারিখ = 18-07-2022 ।
নিয়োগ স্থান = আবেদনকারীর প্রার্থীদের নিয়োগ করানো হবে মালদা জেলায় চাঁচল 1 নম্বর ও 2 নাম্বার ব্লকে , হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লকে , রতুয়া 1 নম্বর ও ২ নম্বর ব্লকে নিয়োগ করা হবে। এই তিনটি ব্লকে নিয়োগ করানো হবে।
Official Notification = Click Here
Apply Online = Click Here
আরো বিস্তারিত জানতে হলে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন