West Bengal Ashakarmi Recruitment 2022 । পশ্চিমবঙ্গে আশা কর্মী পদে লোক নিয়োগ ২০২২ । মাধ্যমিক পাশ ।
পূর্ব মেদেনীপুর জেলায়
পূর্ব মেদেনীপুর জেলার 13 টি ব্লকে আশা কর্মী পদে লোক নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ব্লকে । শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া,কেবলমাত্র বিবাহিত /বিবাহ-বিচ্ছিন্না/বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন।
পদের নামঃ-
আশাকর্মী ( Ashakarmi )
শিক্ষাগত যােগ্যতা :-
মাধ্যমিক বা সমতুল পরীক্ষা দিয়েছেন । উচ্চতর শিক্ষাগত যােগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন । প্রার্থী যে গ্রামে ASHA পদে নিয়ােগের জন্য আবেদন করবেন, তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।কেবলমাত্র বিবাহিত /বিবাহ-বিচ্ছিন্না/বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ
বয়স :-
০১/০১/২০২১ তারিখ অনুসারে ৩০-৪০ বছর। তপশিলী জাতি/তপশিলীউপজাতিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে নিম্ন বয়সসীমা ২২ বছর। উৰ্দ্ধ বয়সসীমা সব ক্ষেত্রেই ৪০ বছর।
আবেদন পদ্ধতিঃ-
সবকটি ব্লকের জন্য আবেদন পদ্ধতি অফলাইন করতে পারেন। আবেদনপত্র সরাসরি নিজ নিজ সমষ্টি উন্নয়ন আধিকারিক BDO অফিসে এসে জমা করা যাবে ।
অথবা
Post Officess /ডাকযােগে প্রেরণ করা যাবে Speed Post / Registered Post গ্রহণযােগ্য হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় : ২৪/১২/২০২১, বিকাল ৫টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বাদে প্রতি সােমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন এই পূরণকরা দরখাস্ত জমা দেওয়া যাবে।
আবেদন করার তারিখ :-
24/12/2021
আবেদনপত্রের সঙ্গে প্রমাণপত্র :-
* শিক্ষাগত যােগ্যতার প্রমাণপত্র /ভােটার কার্ড ।
** স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ,রেশন কার্ড ।
*** বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক/সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড) ।
**** বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নামােল্লিখিত যেকোন সরকারি পরিচয়/প্রমাণপত্র (বিবাহ নিবন্ধন শংসাপত্র/আধার কার্ড/ভােটার কার্ড/রেশন কার্ড) ।
***** বিবাহ-বিচ্ছিন্নাদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের শংসাপত্র/বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র
****** গ্রাম পঞ্চায়েতের Secretary এর শংসাপত্র বিবেচ্য হবে ।
******* তপশিলী জাতি/তপশিলী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণপত্র ।
******** দুই কপি পাসপাের্ট মাপের সাম্প্রতিক ছবি।
Official Website:-
Click Here
Official Noticess :- Form Download

0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন