Indian Coast Guard Official Recruitment 2022 । ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বিভিন্ন পদে কর্মী নিয়োগ প্রকাশিত হয়েছে। 3 টি পদে নিয়োগ হয়েছে এখানে আলাদা আলাদা করে পদে নেওয়া হবে। অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও জেনে নিবো এই ভিডিও তে। আবেদন করতে পরবে সমস্ত ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন।
1. পদের নাম :- নাবিক ( জেনারেল ডিউটি )
শিক্ষাগত যোগ্যতা :- অংক এবং পদার্থ বিদ্যা সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ।
শূন্যপদ :- 260 টি মোট
2. পদের নাম :- নাবিক ( ডোমেস্টিক ব্রাঞ্চ )
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ।
শূন্যপদ :- 35 টি মোট।
3. পদের নাম :- যান্ত্রিক
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশে সঙ্গে AICTE অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠা ন থেকে ইলেকট্রিকক্যাল/ মেকানিক্যাল / টেলিকমিউনিকেশনে 3 অথবা 4 বছরের Diploma করে থাকতে হবে।
পূন্যপদ :- 35 টি মোট।
বয়স হতে হবে :- 18 থাকে 22 বছরের মধ্যে। সরকারি নিয়মিত বয়স ছাড় পাবেন।
শারীরিক যোগ্যতা :- উচ্চতা 157 সেন্টিমিটার, ছাতি - নরমাল, শরীরের কোনো রকমের ট্যাটু থাকলে হবে না।
আবেদন পদ্ধতি :- অনলাইন
পরীক্ষার ফ্রি :- SC/ST দের = 00 /-
OBC/GENERAL দের = 250 /-
আবেদন করার তারিখ :- 04-01-2022 থেকে 14-01-2022 পযর্ন্ত হবে।
Official Notice : - Download Now
Apply Link :- Click Here

0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন