কলকাতা পুলিশ কনস্টেবল /লেডি কনস্টেবল এর কর্মী নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।



পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর।  বহুদিন অপেক্ষার পর কলকাতা পুলিশ কনস্টেবল কনস্টেবল কর্মী নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । মাধ্যমিক পাস থাকলে পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে। পদের নাম,কতটি জনপদ রয়েছে , বয়স কত , বেতন কত টাকা আছে , যোগ্যতা কি কি লাগবে , এই পেজে সম্পূর্ণ ডিটেইলস  বিস্তারিত জানাবো।

কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ 2022


পদের নাম -- কনস্টেবল ও লেডি কনস্টেবল 


শিক্ষাগত যোগ্যতা -- অন্তত মাধ্যমিক পাশে থাকলেই হবে / আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে অথবা বাংলা ভাষা পড়তে লিখতে বলতে এবং জানতে হবে তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন।



শূন্যপদ রয়েছে এখানে-- কনস্টেবল পদের ক্ষেত্রে মোট শূন্যপদ 1410 টি এবং লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 256 টি।


 বয়স - কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়স ধরানো হবে 1 জানুয়ারি থেকে 2022 তারিখের হিসাবে।


বেতন দেওয়া হবে - পশ্চিমবঙ্গ সরকার কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়ম অনুযায়ী আমাকে বেতন দেওয়া হবে। 


কনস্টেবল পদে শারীরিক যোগ্যতা লাগবে - উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি, এবং সাথী হতে হবে 78 সেমি। 


লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা লাগবে - উচ্চতা হতে হবে 152 সেমি এবং ওজন হতে হবে 45 কেজি। 


কনস্টেবল পদের ক্ষেত্রে রান দেওয়ানো হবে - 6 মিনিট 30 সেকেন্ড এর মধ্যে 1600 মিটার দৌড়াতে  হবে। 


লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে রান দেওয়া হবে - চার্মি 30 সেকেন্ডের মধ্যে 800 মিটার দৌড়তে হবে। 


আবেদন করবেন - 29 শে মে থেকে 27 শে জুন 2022 তারিখ পর্যন্ত আপনারা অর্জন করতে পারবেন অনলাইনে। 

অনলাইন আবেদন করার লিংক - www.prb.wb.gov.in 

আবেদন ফি লাগবে - জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 170 টাকা জমা দিতে হবে এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 20 টাকা জমা দিতে হবে। 

আবেদন কিভাবে করবেন - আবেদন করতে হবে আপনাকে অনলাইনের মাধ্যমে।


Officel Notices -- Download Link

Apply -- Link

YOUTUBE VIDEO LINL